নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৬ জুলাই ২০২৫

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৫, ১৫ জুলাই ২০২৫

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

ফতুল্লার অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

অভিযানে ‘কাশপিয়ান সোয়েটার লিমিটেড’ ও ‘এমকে নীটওয়্যার’ এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে এক লাক্ষ ও আশি হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আনুমানিক ১০০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। জব্দ করা হয় ১টি বুস্টার, ১টি মোটর ও ১টি হেডার।

 মঙ্গলবার (১৫ জুলাই) পূর্ব লামাপাড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।

তিতাস গ্যাস সূত্রে জানা যায়, প্রথমে অভিযান চালানো হয় ‘কাশপিয়ান সোয়েটার লিমিটেড’ নামক একটি শিল্প প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানটি পূর্ব লামাপাড়া এলাকায় অবস্থিত।

সেখানে ৩০০ কেজির ৩টি বয়লার এবং একটি ড্রায়ার ব্যবহার করে মোট ১,২০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ কিলিংয়ের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয় এবং এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পরে ‘এমকে নীটওয়্যার’ নামের আরেকটি কারখানায় অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠানটিতে ১,০০০ কেজির ৩টি বয়লার ব্যবহার করে প্রায় ৩,০০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ মেলে। এখানেও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয় এবং ৮০,০০০ (অশি হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।