নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩০ আগস্ট ২০২৫

তারবিয়াতুল উম্মাহ্ ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৪, ১৫ জুলাই ২০২৫

তারবিয়াতুল উম্মাহ্ ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ

নারায়ণগঞ্জ সদর থানাধীন তারবিয়াতুল উম্মাহ্ ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল দশটায় সৈয়দপুর আল আমিন নগর জিএমসি ৩নং গল্লিস্থ মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অভিভাবক সমাবেশে তারবিয়াতুল উম্মাহ্ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণকারী অভিভাবকগণ খোলামেলা মতামত, পরামর্শ ও মূল্যবান প্রস্তাবনা তুলে ধরেন। অনেকে সন্তুষ্টি প্রকাশ করে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির দায়িত্বশীলরা বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষার্থীদের আদর্শ ও আত্মমর্যাদাসম্পন্ন মুসলমান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদের নিয়মিত যোগাযোগ ও সচেতন দৃষ্টির প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

পরে জুলাই বিপ্লবে নিহতের আত্মার মাগফেরাত এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্’র শান্তি কামনায় মুনাজাত করা হয়।

তারবিয়াতুল উম্মাহ্ ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা আবু বকর বিন সিকান্দার'র সভাপতিত্বে অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন, দাবানল শিল্পীগোষ্ঠীর পরিচালক মুফতি আনিস আনসারী, আন্তর্জাতিক ক্বারী মাওলানা বেলাল হোসাইন, তারবিয়াতুল উম্মাহ্ ইসলামিয়া মাদ্রাসার সেক্রেটারি রাসেল আহমেদ মন্টু, সহ- সভাপতি তোফাজ্জল হোসেন মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক ইবনে আল মো. কাউছার, যুয়েল শিদার, দেওয়ন শ্যামলসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সম্পর্কিত বিষয়: