নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৬ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৭, ১৫ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ

সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিএনপি নেতা হাজী মোঃ গোলজার হোসেন প্রধান এর বিরুদ্ধে পরিবেশ দূষণ করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে।

তিনি জামপুর ইউনিয়নের তালতলা এলাকার এম্পায়ার ল্যান্ডমার্ক লিমিটেড প্রকল্পের ভিতরে অবৈধভাবে চামড়ার পেষ্ট তৈরির কারখানা গড়ে তুলেছেন ।

সোমবার (১৪ জুলাই) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়,  এম্পায়ার ল্যান্ডমার্ক লিমিটেড প্রকল্পের ভিতরে অবৈধভাবে চামড়ার পুড়িয়ে পেষ্ট তৈরির কারখানা গড়ে তুলেছেন হাজী মোঃ গোলজার হোসেন প্রধান । 

যাঁর দুর্গন্ধ আশেপাশের কয়েকটি এলাকায় মানুষ প্রতিনিয়তই অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয়রাসহ  আড়াইহাজার-মদনপুর মহাসড়কের পথচারী ও এই দুর্গন্ধে অতিষ্ঠ।

তথ্য নিয়ে জানা যায়, গোলজার হোসেন প্রধান একজন ভয়ংকর হিংস্র প্রকৃতির লোক। সে বিগত স্বৈরাচারী সরকারের আমলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সাথে সরাসরি জড়িত হয়ে জমি দখল সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল।

এখন উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের ছত্রছায়ায় বিএনপির নাম ভাঙিয়ে আবার অপকর্মে লিপ্ত হয়েছেন। গোলজার প্রধান এর ভয়ে তার অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে নারাজ।

এছাড়াও চামরা কারখানাটি দীর্ঘ ছয় মাস যাবত ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে পরিচালনা করছে বলে জানান প্রতিষ্ঠানটির ম্যানেজার  মো. জাকির হোসেন।

জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুল ইসলামের কাছে ট্রেড লাইসেন্সের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তিনি পরিবেশ দূষণের অবৈধ কোন কারখানার ট্রেড লাইসেন্স দেননি।