নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

আন্দোলনে শহীদদের আর্থিক সহায়তা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে : জাকের পার্টির মহাসচিব 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫২, ১৪ অক্টোবর ২০২৪

আন্দোলনে শহীদদের আর্থিক সহায়তা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে : জাকের পার্টির মহাসচিব 

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানসহ আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। 

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় হোসিয়ারি সমিতির মিলনায়তনে জাকের পার্টির সাংগঠনিক সভায় বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি তিনি এই দাবি জানান। 

দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন উল্লেখ করে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নিরপেক্ষভাবে কোন নির্বাচন  হয়নি।

জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতনের পর যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এছাড়া নির্বাচনের ধারার গুনগত পরিবর্তনের দাবিও জানান তিনি। 

জাকের পার্টির জেলা কমিটির সভাপতি মুরাদ হোসেন জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিসহ স্থানীয় নেতৃবৃন্দ।