নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩০ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ফিলোসফি অলিম্পিয়াডে নারায়ণগঞ্জের দুই শিক্ষার্থী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৩, ১২ মে ২০২৩

আন্তর্জাতিক ফিলোসফি অলিম্পিয়াডে নারায়ণগঞ্জের দুই শিক্ষার্থী

আন্তর্জাতিক ফিলোসফি অলিম্পিয়াড-২০২৩ -এ প্রতিনিধিত্ব করতে গ্রীসের এথেন্সে যোগ দিয়েছেনে বাংলাদেশের দুই শিক্ষার্থী। 


গত মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ছয়টার বিমানে হেরিটেজ স্কুলের শিক্ষক শায়লা আক্তার বর্নার নেতৃত্বে সানজানা জাহান প্রিয়ন্তি ও আয়মান তাজওয়ার নামের দুই শিক্ষার্থী  গ্রিসের এথেন্সে আন্তর্জাতিক ফিলোসফি অলিম্পিয়াডে  যোগদানের উদ্দেশ্য রওনা দেন। তারা সেখানে ১১ মে বাংলাদেশ সময় সকাল আটটার সময় পৌছান।


আন্তর্জাতিক ফিলোসফি অলিম্পিয়াড একাডেমিতে  অংশগ্রহন শেষে গ্রীস থেকে তারা ১৪মে দেশে ফিরে আসবেন। সানজানা জাহান প্রিয়ন্তি চেইঞ্জ স্কুলের ছাত্রী ও আয়মান তাজওয়ার হেরিটেজ স্কুলের ছাত্র তারা উভয়েই নারায়নগঞ্জের বাসীন্দা।
 

সম্পর্কিত বিষয়: