নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন খেলতে যাবে রাজশাহীতে

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪১, ১ জুন ২০২৪

নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন খেলতে যাবে রাজশাহীতে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জেএফএ কাপ অ-১৪ প্রমিলা ফুটবলের চুড়ান্ত পর্বে উন্নীত নারায়ণগঞ্জ জেলা প্রমিলা ফুটবল দলটি রবিবার (২ জুন) খেলতে যাবে রাজশাহীতে। সেখানে তারা রাঙ্গামাটি, রাজশাহী ও জামালপুরের সাথে লীগ পর্যায়ের খেলায় অংশ নিবে। 

এ উপলক্ষে শনিবার জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে খেলোয়াড়দের জার্সি প্রদান করা হয়। জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ রবিউল হোসেন। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাহমুদ হোসেন সুজন ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির। এর আগে দলটি আঞ্চলিক পর্বে মাদারীপুরের ভেন্যুতে খেলে চ্যাম্পিয়ণ হবার গৌরব লাভ করেছিল। দলটি রাজশাহীতে ৩,৫ ও ৭ জুন খেলায় অংশ নিবে। 
 

সম্পর্কিত বিষয়: