
ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রথম ব্যাচ শেষে বপ সাইন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে নতুন প্রজন্মের শিল্প তৈরির অঙ্গিকার নিয়ে বপ সাইন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ূন কবির বেপারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সফলতা দুই প্রকারের, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই সফল হতে হবে। এজন্য দরকার প্লানিং,সংগঠন তৈরি করা,দক্ষতা তৈরি করা।
আপনি একজন উদ্যোক্তা এজন্য সফল হওয়ার মূল হলো শ্রমিকদের ঠকানো যাবেনা।পরামর্শ করে কাজ করবেন, উদ্যোক্তা হতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এজন্য সমস্যাগুলো নির্বাচন করে এগিয়ে যাবেন।
আর কাচামালের খেত্রে খেয়াল রাখবেন, যেন ভালো মানের কাঁচামাল হয়।আপনাকে ৫ টা বিষয় লক্ষ রাখতে হবে। কাঁচামাল ইমপোর্ট করা এবং যাতায়াত ব্যাবস্থার বিষয় মাথায় রাখতে হবে। কাজের ব্যাপারে দক্ষ শ্রমিক রাখতে হবে। আউটপুট বুঝে করতে হবে, যেন যেই এলাকায় যা চলে ঐ প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে।
আমরা যদি উদ্যোক্তা তৈরী করতে পারি,থাহলে বাংলাদেশে ছড়িয়ে যাবে এবং শিল্প বিপ্লব হবে। আসুন আমরা সবাই মিলে উদ্যোক্তা তৈরী করে দেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যেতে সচেষ্ট হই।
বপ সাইন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউট জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ(ঘঝউঅ) নিবন্ধিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ৬ মাস মেয়াদী টেকনিক্যাল কোর্সে ফুড প্রোডাক্ট তৈরির টেকনিশিয়ান কোর্স,কসমেটিক প্রোডাক্ট তৈরির টেকনিশিয়ান কোর্স,ক্লিনিং প্রোডাক্ট তৈরির টেকনিশিয়ান কোর্স,ভেটেরিনারি ওষুধ ও ফিড তৈরির টেকনিশিয়ান কোর্স,এডহেসিভ ও গ্লু প্রোডাক্ট তৈরির টেকনিশিয়ান কোর্সের প্রশিক্ষন দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের কোর্সের বৈশিষ্ট্যগুলো হচ্ছে : ৬ মাসের পূর্ণাঙ্গ ট্রেনিং, হাতে-কলমে ল্যাব প্র্যাকটিক্যাল,রেসিপি প্রজেক্ট প্রোফাইল ব্যবসায়িক গাইডলাইন মার্কেটিং,কোর্স শেষে নিজের ব্র্যান্ড/কারখানা শুরু করার সক্ষমতা এবং সর্বোপরী উদ্যোক্তা তৈরি করা হয়।
উক্ত সনদ প্রদান অনুষ্ঠানে বপ সাইন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান মোঃ গোলাম হোসেন সারোয়ার'র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বপ সাইন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক বিশেষ অতিথি ভূইঘর দারুসুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক হারুনুর রশীদ,তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার গভনিং বডির সদস্য মুফতি জাহাঙ্গীর আলম,আদর্শ নগর উন্নয়ন কমিটির সহ-সভাপতি গাজী আবুল কাশেম, ভূইঘর দারুসুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রভাষক-মোঃ আশরাফ উদ্দিন ভূইয়া, অত্র ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ এর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম,জাহিদুল ইসলাম টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল মোঃ জাহিদুল ইসলাম সহ শতাধিক শিক্ষার্থীবৃন্দ।