নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫

আজমেরী ওসমানের ক্যাডার শীর্ষ সন্ত্রাসী আপেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১১:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আজমেরী ওসমানের ক্যাডার শীর্ষ সন্ত্রাসী  আপেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামি, আজমেরী ওসমানের ক্যাডার তমিজ উদ্দিন খন্দকার ওরফে আপেলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে নগরীর জামতলা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

তমিজ উদ্দিন খন্দকার ওরফে আপেল জামতলা ধোপাপট্টি এলাকার মৃত মেজবাহ উদ্দিন খন্দকারের ছেলে। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)  তারেক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আপেলের বিরুদ্ধে একাধিক মাদক, অস্ত্র ও চাঁদাবাজি, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা রয়েছে। 

আপেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলারও আসািম ।