নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৯ অক্টোবর ২০২৫

প্রতিমা বিসর্জনের আগে 

না’গঞ্জে মণ্ডপে মণ্ডপে ঐতিহ্যবাহি সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৭, ২ অক্টোবর ২০২৫

না’গঞ্জে মণ্ডপে মণ্ডপে ঐতিহ্যবাহি সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা

শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের আগে নারায়ণগঞ্জে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা মণ্ডপে মিলিত হন শত শত নারী। নববধূর সাজে সেজে সিঁদুর খেলায় মেতে ওঠেন তারা।

ধর্মীয় আবেগ আর উৎসবমুখর পরিবেশে বিবাহিতা নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন। একই সঙ্গে দেবী দুর্গাকে বিসর্জনের বিষাদের সুর বেজে ওঠে পূজা মণ্ডপগুলোতে।

সনাতন ধর্মের শাস্ত্র মতে, বিবাহিতা নারীরা সিঁদুর রাঙানোর মধ্য দিয়ে তাদের স্বামী দীর্ঘ জীবন লাভ করবেন এবং দাম্পত্য জীবন সুখের হবে।

সেই ধর্মীয় বিশ্বাস, চেতনা আর অনুভূতিতে আবেগতাড়িত হয়ে বিবাহিতা নারীরা নেচে গেয়ে একে অপরকে সিঁদুরের রঙে রাঙিয়ে তোলেন। তবে তাদের আনন্দের আড়ালে ছিল দেবী দুর্গাকে বিসর্জনের চাপা কান্না।

এবার নারায়ণগঞ্জ জেলার ২২৪ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজার শেষ দিন বিজয়া দশমি উপলক্ষে বিবাহিতা নারীরা নিয়ে নিজ নিজ স্বামীর মঙ্গল কামনায় আবেগ আর উচ্ছ্বাসে একে অপরের প্রতি সিঁদুর খেলায় মেতে ওঠেন।

আগামি বছর আবারও দেবী দুর্গার আগমন হবে সেই অপেক্ষায় একটি বছর পার করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

নারায়ণগঞ্জ জেলা শহরে সন্ধ্যার পর থেকে শুরু হবে দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা বিসর্জনের যাত্রা। শীতলক্ষ্যা নদীর ৩ নম্বর ঘাটকে আগে থেকেই সাজিয়ে প্রস্তুত করা হয়েছে প্রতিমা বিসর্জনের জন্য।

রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সন্ধ্যার পর থেকে একেএকে বিভিন্ন মন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়।
 

সম্পর্কিত বিষয়: