নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৫, ২২ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে চেক ও পেশাদার গাড়িচালকদের জন্য নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

‎‎সোমবার (২২ ডিসেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র নারায়ণগঞ্জ সার্কেলের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

‎‎প্রধান অতিথির বক্তব্যে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন,আমাদের বিআরটিএ’র লাইসেন্স ইস্যুর কাজ পূর্বে ভারতের মাদ্রাজের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে হতো। জুলাই মাসে চুক্তি শেষ হওয়ায় আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে নতুন করে দেশীয় মালিকানাধীন কোম্পানিকে এই দায়িত্ব দিয়েছি।

যে কোনো মূল্যে আমরা সড়ককে সুরক্ষিত করবো। সেই ধারাবাহিকতায় সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া এখন কাউকে লাইসেন্স দেওয়া হবে না। গাড়ির স্টিয়ারিং যাদের হাতে থাকবে তাদের দক্ষ হতেই হবে।

‎‎অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ  জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এবং আহত ও নিহতদের পরিবারের সদস্যরা।

‎‎অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩০ পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়। নিহতদের পরিবারের হাতে ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে মোট ১ কোটি ২৮ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া চালকদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।

সম্পর্কিত বিষয়: