নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ ডিসেম্বর ২০২৫

র‌্যাবের অভিযানে ৪ মণ গাঁজা ও ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৩, ২৫ ডিসেম্বর ২০২৫

র‌্যাবের অভিযানে ৪ মণ গাঁজা ও ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাব-১১-এর অভিযানে প্রায় ৪ মণ গাঁজা ও ৪৫ বোতল ফেনসিডিলসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তররা হলেন- বোরহান উদ্দিন (৩০), মোঃ সোহেল রানা (৩২), মাহবুর ইসলাম নয়ন (৩৪), আলআমিন (৩২) ও এলাকায় জাকির হোসেন (৪৫)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ও গাজীপুরে পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে র‌্যাব-১১, সিপিএসসি (নারায়ণগঞ্জ) ও র‌্যাব-৩ (টিকাটুলি, ঢাকা)-এর যৌথ দল গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। 

এ সময় বোরহান উদ্দিন, মো. সোহেল রানা, মাহবুর ইসলাম নয়ন ও মেহেদী আলআমিকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৪ মন (১৪৩ দশমিক ৫) কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

এরপর দুপুর সাড়ে বারোটার দিকে নারায়ণগঞ্জ সদর থানার বিবি রোড এলাকায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে র‌্যাব। তার কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিরা সীমান্ত অঞ্চল থেকে গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করত। আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।