নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : নারায়ণগঞ্জে মনোনয়নপত্র নিলেন ১২ জন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩১, ১৮ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : নারায়ণগঞ্জে মনোনয়নপত্র নিলেন ১২ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি  আসনের মধ্যে চারটি আসন থেকে ইতোমধ্যে ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান,  অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো, রাকিবুজ্জামান (রেনু) ।     

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে মনোয়ন সংগ্রহন করেছেন মো. দুলাল (স্বতন্ত্র) ও মো. রেহান আফজাল (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)। নারায়ণগঞ্জ- ২ (আড়াইহাজার) আসন থেকে মনোয়ন সংগ্রহন করেছেন মো. ইলিয়াস মোল্লা (বাংলাদেশ জামায়াতে ইসলামি)।  

নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা)  আসন থেকে মনোয়ন সংগ্রহন করেছেন মোহাম্মদ আলী (বিএনপি), মো. মমিনুল হক (স্বতন্ত্র), কাজি মো. জহিরুল ইসলাম (স্বতন্ত্র), ইলিয়াস আহমেদ (খেলাফত মজলিস) ও মো. শাহ আলম (স্বতন্ত্র)।

নারায়ণগঞ্জ- ৫  (সদর-বন্দর) আসন থেকে মনোয়ন সংগ্রহন করেছেন এবি এম সিরাজুল মামুন (খেলাফত মজলিস) ও আমজাদ হোসেন মোল্লা (মুক্তি জোট), বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন (স্বতন্ত্র) ও নার্গিস মাকসুদ (স্বতন্ত্র)। 

তবে, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসন থেকে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এমন কোনো তথ্য দিতে পারেন জেলা নির্বাচন অফিস।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে জেলা রিটার্নিং কর্মকর্তা ছাড়াও পাঁচটি আসনের জন্য আটজন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে কমিশন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকেও প্রার্থী বা প্রার্থীর পক্ষের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। 

জেলায় মোট ভোটকেন্দ্র ৭৯৭টি  এরমধ্যে ঝুঁকিপূর্ণ ১৬৩ টি। নারায়ণগঞ্জ-১ আসনে মোট কেন্দ্র ১২৯টি  ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩২টি, নারায়ণগঞ্জ-২ আসনে মোট কেন্দ্র ১১৮ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৪ টি,  নারায়ণগঞ্জ-৩ আসনে মোট কেন্দ্র ২১০ টি  ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩৯ টি, নারায়ণগঞ্জ-৪ আসনে  মোট কেন্দ্র  ১৭৭ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৭ টি  ও নারায়ণগঞ্জ-৫ আসনে মোট কেন্দ্র ১৬৩ টি ঝুঁকিপূর্ণ  ২১টি কেন্দ্র ।

সম্পর্কিত বিষয়: