
বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও প্রেস নারায়ণগঞ্জ পোর্টালের সম্পাদক ফখরুল ইসলামের রোগমুক্তি কামনায় বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বাদ জহুর বন্দর থানা কমপ্লেক্স জামে মসজিদে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের উদ্যাগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারন সম্পাদক ও বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি সদস্য জি. এম. সুমন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আমির হোসেন, বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, বন্দর সাংবাদিক কল্যান সমিতির নির্বাহী সদস্য মোঃ বিল্লাল হোসেন, বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটি সদস্য শেখ আরিফ ও একই কমিটির অপর সদস্য শাহারিয়া প্রধান ইমন প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বন্দর থানা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সিব্বির আহাম্মেদ। দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উল্লেখিত জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ ওমর ফারুকসহ স্থানীয় এলাকার মুসল্লীগন ।