নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৮ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ‘হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৮, ২৭ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ‘হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে “হীরাঝিল সমাজ কল্যাণ সমিতি”র বর্তমান কমিটির ৯ মাসের আয়/ব্যয়ের হিসাব ও সার্বিক উন্নয়ন বাস্তবায়ণ কাজ সদস্যদের নিয়ে বাড়ির মালিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে ‘হীরাঝিল সমাজ কল্যাণ সমিতি’র কার্যালয়ে সকলের উপস্থিতিতে ৯ মাসে সমিতির আয়-ব্যয় হিসাব পর্যালোচনা করে সমিতির সদস্যদের ও বাড়ির মালিকদের মতামতের সিদ্ধান্ত নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাস্তবায়িত কাজ উপস্থাপন করা হয়।

‘হীরাঝিল সমাজ কল্যাণ সমিতি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মফিজ হোসেন মজুর সভাপতিত্বে কমিটির সভাপতি মুহাম্মদ ইউসুফ রশিদ আলোচনা সভায় এ বাস্তবায়িত কাজ উপস্থাপন করেন। 

আলোচনা সভায় ‘হীরাঝিল সমাজ কল্যাণ সমিতি’র সহ সভাপতি মুক্তার সরকার, সহ সভাপতি শফিকুর রহমান টয়, সহ সাধারণ সম্পাদক মো: হারুনুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম, অর্থ বিষয়ক সম্পাদক মো: আওলাদ হোসেন, সহকারী অর্থ সম্পাদক মো: মুসলিম খান, সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন গাজী, প্রচার সম্পাদ মো: নাজমুল ইসলাম মাসুদ, হিরাজিল মসজিদ কমিটির সভাপতি আব্দুল মতিন মিয়া, সাধারণ সম্পাদক হাজী নাজির আহমেদ, কার্যকরী সদস্য মো: রফিকুল ইসলাম মিয়া ও সমিতির বিভিন্ন সদস্যবৃন্দসহ আরো অনেকে।

এসময় আলোচনা ও মতামতে সদস্যরা তাদের মতামত দেন এবং কোনো অসংগতি থাকলে প্রশ্ন করার আহ্বান করা হয়। সিদ্ধান্ত গ্রহণে আয়-ব্যয়ের খাতগুলো পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও উন্নয়নমূলক কাজের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।

‘হীরাঝিল সমাজ কল্যাণ সমিতি’র বর্তমান কমিটির গত ৯ মাসের বাস্তবায়িত কাজ গুলো হলো:

১) এই প্রথম বার ঈদুল ফিতরের পবিত্র ঈদের নামাজ হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির কমিটির সম্মানীত সদস্যদের ব্যক্তিগত তহবিল থেকে এবং সকলের স্বতঃস্ফূত অংশগ্রহণ ও সহযোগিতায় মাঠে বৃহৎ পরিসরে ও সু-শৃঙ্খল ভাবে ঈদের নামাজের আয়োজন করা হয়,

২) হকার সমস্যার সমাধান বাস্তবায়ন চলমান রয়েছে,

৩) প্রতি গলির পরিচিতির জন্য গলির সামনে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে,

৪) প্রতিটি গলিতে এসি ডিসি লাইট লাগানো হচ্ছে,

৫) সমাজের কোরবানীর গোস্ত নির্ধারিত ব্যক্তিদের মাঝে সঠিক ও সমান ভাবে বন্ঠন করা হয়েছে,

৬) ভাসমান হকারদের বসার জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করা হয়েছে,

৭) দোকানের ময়লা আবর্জনা অপসারনের জন্য গাড়ি ও লোক নিয়োগ করা হয়েছে,

৮) রাস্তার যানজট নিরসনের জন্য ট্রাফিক নিয়োগ করা হয়েছে,

৯) হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে হীরঝিল মেইন রোডের রাস্তার মেরামতের কাজ করানো হয়েছে,

১০) এই পর্যন্ত অর্ধশতাধিকের বেশি পারিবারিক ও সামাজিক সমস্যার সুষ্ঠ ও গ্রহণ যোগ্য সমাধান দেওয়া হয়েছে,

১১) প্রতি সপ্তাহে একবার মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিশেষে হীরাঝিল সমাজ কল্যাণ সমিতি’র বর্তমান কমিটির নেতৃবৃন্দ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করার লক্ষে সকলের সার্বিক সহযোগিতা এবং দোয়া প্রার্থনা করেছেন এবং সবাইকে ঐক্যবধ্য হয়ে থাকার আহ্বান করেছেন কমিটির নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: