নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬

বন্দরে ১৯ ইটভাটার মালিককে ৭০ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৯, ৭ ফেব্রুয়ারি ২০২৪

বন্দরে ১৯ ইটভাটার মালিককে ৭০ লাখ টাকা জরিমানা

বন্দর উপজেলায়  অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।  বুধবার (৭ ফেব্রুয়ারী) বন্দর উপজেলার  মূছাপুর ইউনিয়নের শাসনেরবাগ ও ফনকুল  এলাকায় এ অভিযান চালানো হয়। ওই সময় ১৯ টি ইটভাটার মালিককে ৭০ লাখ টাকা জরিমানা করা হয়।  

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট  কাজী তামজীদ আহাম্মেদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযানে নেতৃত্ব দেন। ওই সময় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সদস্যরা।

অভিযানের সময়  লাইসেন্স না থাকায় তিনটি ইটভাটাকে  ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
 

সম্পর্কিত বিষয়: