
সিদ্ধিরগঞ্জে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলার আসামি মাসুদ (৩৫) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (২৬ মে) রাত আনুমানিক ২টায় রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ অপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ।
গ্রেপ্তারকৃ মাসুদ কুমিল্লার লাকসাম থানার পাশাপুর গ্রামের মাওলানা আব্দুল মান্নানের ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি নতুন মহল্লায় বসবাস করত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদিনী একটি গার্মেন্টসে চাকরি করেন। তার বড় ও ছোট দুই মেয়ে মহিলা মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পড়ালেখা করত। সম্প্রতি বড় মেয়ে অসুস্থ হওয়ায় তিনি দুই মেয়েকে বাসায় নিয়ে আসেন।
গত ১৮ মে দুপুর অনুমান ৩টায় তিনি দুই মেয়েকে ভাড়া বাসায় রেখে গার্মেন্টসে চলে যান। ওই সময় তার ৬ বছর বয়সী ছোট মেয়েটি বাসার বাইরে খেলতে গেলে পাইনাদি নতুন মহল্লায় অবস্থিত মহিউদ্দিন আল মামুন এবং কামরুজ্জামান এর যৌথ মালিকানাধীন বিল্ডিংয়ের দারোয়ান মাসুদ (৩৫) শিশুটির মুখ চেপে ধরে তার গার্ডরুমে নিয়ে যায়।
সেখানে মাসুদের বিরুদ্ধে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।
শিশুটির কান্নাকাটি শুরু করলে এবং মাকে সব বলে দেবে জানালে অভিযুক্ত মাসুদ শিশুটিকে গার্ডরুমে রেখেই পালিয়ে যায়। সুযোগ পেয়ে শিশুটি নিজেও গার্ডরুম থেকে বেরিয়ে আসে।
মা গার্মেন্টস থেকে বাসায় ফেরার পর মেয়েটি কান্না করে সব ঘটনা জানায়। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন।
মামলাটি রুজু হওয়ার পর থেকেই মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি মাসুদকে গ্রেপ্তারের জন্য র্যাব-১১ ও র্যাব-৪ যৌথভাবে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে।
পরবর্তীতে র্যাবের এই যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।