
বন্দরে রাস্তা থেকে তুলে নিয়ে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রী (১৩) কে ধর্ষণের চেষ্টার ঘটনার প্রতিবাদ করার জের ধরে মা-বাবা ও চাচাকে মারধরের অভিযোগ উঠেছে।
গত সোমবার (২৬ মে) বিকালে বন্দর উপজেলার পূর্ব কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী স্কুলছাত্রী মা বাদী হয়ে কফিলউদ্দিন ভূঁইয়া (৬৫) সহ ৩ জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী ওই ছাত্রীর মা সেফালী বেগম জানান, গত সোমবার বিকালে আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে নয়ন (১৫) নামে এক বখাটে জোর পূর্বক ভাবে রাস্তা থেকে মাধ্যমে তুলে নিয়ে একই এলাকার কফিল উদ্দিনের কাছে নিয়ে যায়।
পরে তার ঘরে নিয়ে আমার মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানীসহ ধর্ষণের চেষ্টার করে। ওই সময় আমার মেয়ের চিৎকার করলে তাকে ছেড়ে দেয়। পরবর্তীতে বাড়িতে এসে মেয়ের কাছ থেকে বিস্তারিত জেনে আমার স্বামী ও দেবরকে সঙ্গে নিয়ে কফিলউদ্দিন ভূঁইয়ার বাড়িতে যাই।
যৌন হয়রানিসহ ধর্ষণের চেষ্টার ঘটনায় প্রতিবাদ করলে উল্লেখিত কফিল উদ্দিনসহ তার ২ সহযোগী আমাদের মারধর করে এবং আমার জামাকাপড় ছেড়ে ফেলে শ্লীলতাহানি করে।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম জানান, নাগিনা জোহা স্কুলের এক ছাত্রীর ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।