
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে থানা সভাপতি মুহা আমির হামজা এর নেতৃত্বে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) সকালে আদমজী থেকে শুরু হয়ে চিটাগাং রোডে গিয়ে সাইকেল র্যালিটি শেষ হয়।
র্যালি শেষে সংগঠনটির সভাপতি মুহা আমির হামজা বলেন, ১৯৯১ সালের ২৩ আগষ্ট প্রতিষ্ঠা হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তাই আগষ্ট মাস আমাদের কাছে প্রতিষ্ঠা
বার্ষিকীর মাস,সেই হিসেবে আমরা আজ ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই র্যালির আয়োজন করেছি। যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক মুহা জুয়েল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান শাকিল,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা রহমতুল্লাহ, প্রকাশনা সম্পাদক মুহা ইয়াসিন আরাফাত, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহা আবিদ হাসান সহ থানা ও ওয়ার্ড নেতৃত্ববৃন্দ।