নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৬ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লার শিবু মার্কেটে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০১, ৫ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লার শিবু মার্কেটে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি 

ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মোবাইল লিংক টেলিকমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপরে লতিফ সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

এ সময় বিভিন্ন ব্যান্ডের ৫৫ টি মোবাইল সেট নগদ ৬ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেছে দোকানের মালিক রহমান আলী জীবন।

 রহমান আলী জীবন বলেন, রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর রাতের যেকোন সময় দোকানের তালা ভেঙ্গে মোবাইল দোকানে থাকা ৫৫ টি মোবাইল সেট ও নগদ ৬ লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় আমি পুরো নি:স্ব হয়ে গেলাম।

এ বিষয়ে ফতুল্লা থানার এস আই ইয়াসিন আরাফাত বলেন, এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা চোর সনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছি।