নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ অক্টোবর ২০২৫

বন্দরে হোসিয়ারী শ্রমিক আলমগীর হত্যা মামলার মুল পরিকল্পনাকারিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৫, ৭ অক্টোবর ২০২৫

বন্দরে হোসিয়ারী শ্রমিক আলমগীর হত্যা মামলার মুল পরিকল্পনাকারিসহ গ্রেপ্তার ২

বন্দরের সালেহ নগর এলাকার হোসিয়ারী শ্রমিক আলমগীর হোসেন (৪৬) কে হাতুড়ী দিয়ে পিটিয়ে হত্যা করার ঘটনায় দায়ের হওয়া মামলার  প্রধান আসামী জুয়েল ও তার সহযোগি মীর আকিব ইবনে রাতুলকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ। 

মঙ্গলবার দুপুরে সাইনবোর্ড এলাকায় অবস্থিত জেলা পিবিআইয়ের অফিসে এক সংবাদ সম্মেলনে পুলিশ  সুপার  মোস্তফা  কামাল রাশেদ এই তথ্য জানান। 

তিনি বলেন, টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে ভিকটিম  আসামী জুয়েলের মোটরসাইকেল আটকে রাখায় পরিকল্পিত ভাবে জুয়েলের নির্দেশে একটি গ্যারেজের ভেতরে ধরে নিয়ে  হাতুড়ি ও লোহার এসএস পাইপ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় আলমগীরকে। 

তিনি আরও জানান, আসামী জুয়েল বন্দরে মিনি গার্মেসেন্টের ব্যবসা করতো। পূর্বপরিচয়ের সুত্র ধরে জুয়েল ব্যবসার জন্য কয়েক দফায় আলমগীর হোসেন ও তার ছেলে মুন্নার কাছ থেকে কিছু টাকা ধার নেয়। এই টাকা পয়সা লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পাওনা টাকার জন্য এক সপ্তাহ আগে আলমগীর জুয়েলের ব্যবহৃত মোটররসাইকেল বাড়িতে নিয়ে আটকে রাখে। 

এ নিয়ে গত ৩  অক্টোবর  বিকেলে জনৈক পারভেজের গ্যারেজে সালিশ বৈঠক বসলেও  আলমগীর সেখানে যায়নি। এতে ক্ষুব্দ হয়ে জুয়েলের নির্দেশে আসামীরা আলমগীর হোসেনকে রাস্তা থেকে ধরে পারভেজের গ্যারেজে নিয়ে যায়।

সেখানে জুয়েলের সঙ্গে আলমগীরের পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জুয়েল ও তার সহযোগিরা হাতুড়ি ও  লোহার এসএস পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে আলমগীরকে।  

খবর পেয়ে  তার স্বজনরা তাকে উদ্ধারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করলে চিকিৎসাধীন অবস্থায় চার অক্টোবর মারা যায় সে। এ ঘটনায় নিহতের স্ত্রী কল্পনা বেগম বাদি হয়ে বন্দর থানায়  ১৯ জনের নাম উল্লেখ করে  অজ্ঞাত আরো ৬ /৭ জনকে আসামী করে মামলা দায়ের করে।

পিবিআইয়ের এসপি বলেন, ঘটনার পর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের সনাক্ত করার জন্য কাজ শুরু করে।

পিবিআই স্ব-উদ্যোগে মামলাটি অধিকগ্রহন করে মামলা রজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামীসহ দুইজনকে গ্রেপ্তার করে। প্রথামিক জিজ্ঞাসাবাদের  হত্যাকান্ডের কথা স্বীকার করেছে আসামীরা।