আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে ইতিহাসের সর্ববৃহৎ বিএনপির নির্বাচনী মহাসমাবেশে অর্ধলক্ষাধিক জনগণ ও নেতাকর্মীদের ঢল নেমেছে।
এসময়ে মহাসমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্লোগান দেয়’ খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন, আজাদ ভাইরে সালাম নিন ধানের শীষে ভোট দিন’ আর লাগারে লাগা ধান লাগা’ শ্লোগান শ্লোগানে মুখরিত তোলে পুরো আড়াইহাজার উপজেলা।
শনিবার (১৫ নভেম্বর) বিকাল তিনটায় শহীদ মঞ্জুর স্টুডিয়াম মাঠে আড়াইহাজার বিএনপি’র উদ্যোগে এই নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।
এদিকে আড়াইহাজার উপজেলা বিএনপির মহাসমাবেশকে সফল করতে দুপুর থেকেই আড়াইহাজার উপজেলা,পৌরসভা ও গোপালদী পৌরসভা বিএনপিরবিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে এসে জড়ো হয়।
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নারায়ণগঞ্জ -২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেননারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য লুৎফর রহমান আব্দু, কেন্দ্রীয় যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. নেহার হোসেন ফারুক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজী মাসুদ, শাকিল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, মাইনুদ্দিন খাজা,সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, গোপালদী পৌর বিএনপির সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কবির হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক রাজিবুল ইসলাম রাকিব, সাদেকুর রহমান সাদেক, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, আড়াইহাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


































