মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে প্রতিবন্ধী কিশোরী কে ধর্ষণের ঘটনার প্রধান আসামি দুলাভাই কাউছার (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ‘র সদস্যরা। বুধবার দিবাগত রাত একটার দিকে তাকে ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়,চলতি বছরের জুলাই মাসের ৮ তারিখে ১৩ বছর বয়সী বাক প্রতিবন্ধী কিশোরীকে মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে পাগলা নয়ামটিস্থ বাসা থেকে নিয়ে বের হয় কিশোরীর খালাতো বোন জামাই গ্রেপ্তারকৃত কাউছার।
কিন্ত মেলায় না নিয়ে পাগলা পশ্চিম নয়ামাটি রেললাইন জনৈক আলম মিয়ার ৪র্থ তলা বাড়ীর নিচ তলার উত্তর পাশের ভাড়াটিয়া কক্ষে নিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ভয়-ভীতি দেখিয়ে খালাতো বোনের জামাই কাউছার ও তার বন্ধু আওয়াল মিলে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষন করে।
পরবর্তীতে কিশোরী অসুস্থ বোধ করলে একটি অটোতে করে বাসায় পাঠিয়ে দেয়। রাত্র ১১ টার দিকে বাসায় এসে ঘটনাটি কিশোরী তার ভাই ইব্রাহিম হাওলাদার কে জানায়। বিস্তারিত জেনে কিশোরীর ভাই ইব্রাহিম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।


































