নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২১ ডিসেম্বর ২০২৫

আওয়ামী দোসর সফিক মেম্বার হঠাৎ করে কট্রর বিএনপি!  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০১, ২০ ডিসেম্বর ২০২৫

আওয়ামী দোসর সফিক মেম্বার হঠাৎ করে কট্রর বিএনপি!  

বন্দরে মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আওয়ামী দোসর সফিক মেম্বার এখন ছাক্কা বিএনপি নেতা।

আওয়ামীলীগের শাসনামলে নিজেকে বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশীদের সবচেয়ে ঘনিষ্ঠ লোক হিসেবে এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করতো এই সফিক।

ক্ষমতার শেষ সময়ে এসে সালাম চেয়ারম্যানের সঙ্গে বিরোধ করায় তাকে সে সময় নাশকতা মামলার আসামী করায় সেই মামলা বিক্রি করে বর্তমানে সে নিজেকে বিএনপির বড় নেতা হিসেবে জাহির করছেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে জনৈক যুবদল নেতা জানান,সফিক মেম্বার প্রকৃতভাবেই আওয়ামীলীগের কর্মী বা দোসর। আওয়ামীলীগের আমলে তার সামনে দাড়ানোর ক্ষমতা কারো ছিল না। সে মানুষের উপর অত্যাচারের স্টীমরোলার চালাতো।

পট পরিবর্তণের কিছুদিন আগে সালাম চেয়ারম্যানের সঙ্গে বিরোধ তার ভাগ্য খুলে যায়। সে নিজেকে এখন বিএনপির ত্যাগী নেতা হিসেবে দাবি করে আসছেন। তার কারণে বিএনপির প্রকৃত নেতাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে দেখা যাচ্ছে।

১৭ বছর ধরে তাকে দেখলাম আওয়ামীলীগের সকল কর্মকান্ডে হঠাৎ করে কট্রর  বিএনপি নেতা বনে যায় কি করে।  সচেতন মহলের মতে, তদন্ত সাপেক্ষে বিএনপির নীতি নির্ধারকদেরকে বিষয়টি সুষ্ঠ সুরাহা জরুরী হয়ে পড়েছে।