বন্দরে অভিনব কৌশলে দিন দুপুরে আবাসিক ফ্লাটে চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা আকাশ (২৬) নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ওই সময় পুলিশ আটককৃত চোরের দেহ তল্লাশি চালিয়ে চুরিকৃত ১টি হাতঘড়ি উদ্ধার করতে সক্ষম হয় ।
আটককৃত চোর আকাশ শহরের পুরান জিমখানাস্থ র্যালীবাগান এলাকার ইলিয়াস সিকদারের ছেলে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ফ্লাটের ভাড়াটিয়া আকাশ বাদী হয়ে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আটককৃত চোরসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করে। এর আগে গত রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় থেকে ৩টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার র্যালী আবাসিক এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে,গত রোববার দুপুর আড়াইটায় বাদীর মা মনিকা বেগম তার ফ্লাট তালাবদ্ধ করে প্রয়োজনীয় কাজে বাহিরে যায়। পরবর্তীতে একই তারিখ দুপুর ৩টায় বাদীর মা বাড়িতে এসে দেখে বাড়িতে লাগানো তালা নাই।
পরে রুমে ভেতর প্রবেশ করিয়া দেখে রুমের জিনিসপত্র অগোছালো অবস্থায় রহিয়াছে এবং ঘরের আলামারীতে থাকা নগদ তিন লাখ টাকা এবং স্বর্ণের গহনা, যাহার সর্বমোট ওজন ৯ ভরি, একটি হাত ঘড়ি, যাহার মূল্য অনুমান পনের হাজার টাকা, একটি বাটন মোবাইল ফোন অজ্ঞাত নামা চোরের দল চুরি করে নিয়ে যায়।
এর ধারাবাহিকতা বাড়ী লোকজন চুরির বিষয়ে আশপাশে খোঁজাখুজির এক পর্যায়ে একই তারিখ বিকাল অনুমান সোয়া ৩টায় বাদীর প্রতিবেশী জনৈক মাহিন এর বাড়িতে চুরি করার সময় স্থানীয় জনতা পলাশ নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে।
স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিবাদীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করিয়া আটককৃত চোরের নিকট হইতে চুরি হওয়া হাত ঘড়িটি উদ্ধার করে এবং সে সাথে চুরি কথা সত্যতা স্বিকার করে।
চোরাইকৃত টাকা ও স্বর্ণলংকারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আটককৃত পলাশ জানায় তার সহযোগী জনি নিকট রাখা আছে সে তা নিয়ে পালিয়ে গেছে।


































