নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৯ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৬, ২৮ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

রূপগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৯ আর্টিলারি ব্রিগেডের পরিচালনায়, রূপগঞ্জ আর্মি ক্যাম্পের (৫১ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারি) তত্ত্বাবধানে অসহায় ও দুস্থ মানুষের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করা হয়েছে। 

রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার নূরুন্নেসা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এই ক্যাম্পেইনে সকাল থেকেই সেবা নিতে আসা সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে আগত ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন। বিশেষ করে মেডিসিন, চক্ষু ও চর্মরোগের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে রোগীদের নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রমতে, দিনব্যাপী এই ক্যাম্পেইনে ওই এলাকার সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ অঞ্চলের আইন শৃংখলা রক্ষার পাশাপাশি এধরনের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও ঔষধ প্রদানের এই মানবিক উদ্যোগের প্রতি দাউদপুরবাসী গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয়দের মতে, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়া যেখানে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ, সেখানে নিজ এলাকায় এমন সেবা পাওয়া তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

৯ আর্টিলারি ব্রিগেড কমান্ডার, ব্রিগেড়িার জেনারেল মো: আনোয়ার উজ জামান (পিপিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি) উক্ত ক্যাম্পেইনে উপস্থিত হয়ে সেবার গুনগত মান পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা নিতে আসা রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন। 

মূলত বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিয়মিত জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবেই দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।