বন্দরে নেশাজাতীয় দ্রব্য ছিটিয়ে এক সিএনজি যাত্রীর কাছ থেকে নগদ অর্থ ও ব্যবসায়িক কাগজপত্র ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুমন শরীফ (৪০), সাদ্দাম মিজি (৩২), মো. ইয়াসিন হোসেন ওরফে রবিউল (২৫), মো. রোকন গাজী (২৫) এবং সজিব মিয়া (২৫)।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ভুক্তভোগী থানায় মামলা করলে বিকেলে ডিএমপির যাত্রাবাড়ী থানার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর বন্দর থানাধীন কল্যান্দী এলাকার বাসিন্দা দুলাল হোসেন (৫৩) ব্যবসায়িক লেনদেনের উদ্দেশ্যে নগদ ৮৬ হাজার টাকা ও হিসাবের খাতা সংবলিত দুটি ব্যাগ নিয়ে কল্যান্দী স্ট্যান্ড থেকে ডাচ্ বাংলা ব্যাংক, বন্দর শাখায় যাওয়ার জন্য একটি সিএনজিতে ওঠেন।
এরপর ব্যাংকের সামনে পৌঁছেও চালক গাড়ি থামায়নি। বরং ইউটার্ন নিয়ে বন্দর বাজার এলাকায় চলে যান। যাত্রীর সন্দেহ হলে তিনি পুনরায় গাড়ি থামাতে বললেও চালক দ্রুতগতিতে সিএনজি চালাতে থাকেন।
এক পর্যায়ে সিএনজি চালক ও তার সহযোগীরা দুলাল হোসেনকে নেশাজাতীয় দ্রব্য ‘শয়তানের নিঃশ্বাস’ ছিটিয়ে দিলে অচেতন করে অজ্ঞাত স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৮৬ হাজার টাকা ও ব্যবসায়িক হিসাবের খাতা সংবলিত দুটি ব্যাগ তারা নিয়ে নেয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, আমাদের ধারণা ‘শয়তানের নিঃশ্বাস’ নামক নেশাজাতীয় দ্রব্য দিয়ে যাত্রীকে অচেতন করে তারা ছিনতাই করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সময় ব্যবহৃত সিএনজিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

































