নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৪ জানুয়ারি ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে বন্দরে উদ্বুদ্ধকরণ সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৯, ১৪ জানুয়ারি ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে বন্দরে উদ্বুদ্ধকরণ সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ইং বিষয়ে বন্দরে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়  বন্দর ইউনিয়ন পরিষদের আয়োজনে উল্লেখিত পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “গণভোট ২০২৬ ও সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে।” নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

উদ্বুদ্ধকরণ সভা বক্তারা আরো বলেন,  জনগন হলো রাষ্ট্রের মালিক। ভোট আপনাদের পবিত্র আমানত।  আপনারা ভালো কাজের জন্য জনগণকে উৎসাহিত করবেন।

উদ্বুদ্ধকরণ সভা উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ কাইয়ুম, হাজী আব্দুল মালকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন,  নাসিম ওসমান মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ ভূঁইয়া, বন্দর ইউনিয়ন পরিষদের সচিব মাহমুদা আক্তার, বন্দর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজ বাবুল, ৯নং ওয়ার্ডের মেম্বার ইয়াকুব ইমরান, একই ইউনিয়নের সংরক্ষিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মেম্বার সামসুন্নাহার ময়না প্রমুখ। 
 

সম্পর্কিত বিষয়: