সারাদেশের মতো নারায়ণগঞ্জে ও হাড়কাঁপানো শীত জেঁকে বসেছিল। কোথাও কোথাও তাপমাত্রা নেমে আসে ১৬ ডিগ্রি সেলসিয়াসে।
শহরের মানুষ ঘরের ভেতর কম্বল মুড়িয়ে শীত নিবারণের চেষ্টা করলেও নগরীর ফুটপাত, রেলস্টেশন, ডিসি হিলের পাদদেশ কিংবা উন্মুক্ত জায়গায় থাকা ভাসমান মানুষের জন্য ছিল না এমন কোনো নিরাপদ আশ্রয়।
দিনভর নির্বাচনী ও প্রশাসনিক দায়িত্ব পালন করে ক্লান্ত শরীর নিয়ে ঘুমাতে যাওয়ার কথা ছিল নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। যেমন চিন্তা তেমন কাজ।
বুধবার (৩০ ডিসেম্বর) রাতে তিনি নিজে উপস্থিত থেকে ফতুল্লা ইউনিয়নের বটতলা রেলগেট সংলগ্ন হরিজন পল্লী এবং পোস্টঅফিস সংলগ্ন ঋষি পল্লীতে শীতার্থ অসহায় মানুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করেন নারায়নগঞ্জ সদর উপজেলা ইউএনও নির্বাহী অফিসার এই এস এম ফয়েজ উদ্দিন।
গভীর রাতে চোখের সামনে জেলার অভিভাবককে নিজ হাতে কম্বল বিতরণ করতে দেখে কিছুটা হতবিহ্বল হয়ে পড়েন ভাসমান মানুষগুলো।
কেউ বিস্ময়ে তাকিয়ে থাকেন, কেউ চোখের কোণে লুকাতে পারেন না কৃতজ্ঞতার অশ্রু। শীতের রাতে কম্বলের উষ্ণতার সঙ্গে তারা যেন পেল মানবিক স্পর্শের আশ্বাস।


































