নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৫ নভেম্বর ২০২৫

মদনপুরে দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২২, ১৪ নভেম্বর ২০২৫

মদনপুরে দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

‎মদনপুর ইউনিয়নের দেওয়ানভাগ মারকাযুল ঈমান মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগের মাগফেরাত কামনায় দ্বিতীয় তম বার্ষিক দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

‎‎বৃহস্পতিবার দ্বিতীয় দিন বাদ আছর থেকে রাত পর্যন্ত দেওয়ানভাগস্থ মাদ্রাসা সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎‎ইসলামী মহাসম্মেলনে দেশবরেণ্য আলেম ও ইসলামি বক্তারা গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত পেশ করেন। পরে দেশ ও জাতির শান্তি কামনা এবং সকল কবরবাসীর বিদেহী আত্মার মাগফেরাত করে মোনাজাত পরিচালনা করা হয়। 

‎‎মারকাযুল ঈমান মাদ্রাসার সভাপতি মো. মীর আঃ রহিমের সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন। 

‎‎এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান রনি, রিয়াজুল আলম ইমন, বন্দর উপজেলা যুবদল নেতা বাবুল মিয়া, বাদল মিয়া, মো.জামান, আনোয়ার হোসেন ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন, ইমরান ভূঁইয়া, জাহিদুল ইসলাম রিপন, মো. ইফাতসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
 

সম্পর্কিত বিষয়: