নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ জুলাই ২০২৫

একতা সংঘের উদ্যোগে শর্ট বাউন্ডারি ডিগ বল টুর্নামেন্টের উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১৫, ৪ জুলাই ২০২৫

একতা সংঘের উদ্যোগে শর্ট বাউন্ডারি ডিগ বল টুর্নামেন্টের উদ্বোধন

পূর্ব গোপালনগর পশ্চিম পাড়ায় তরুণদের অংশগ্রহণে শুরু হলো শর্ট বাউন্ডারি ডিগ বল টুর্নামেন্ট। আয়োজন করেছে পূর্ব গোপালনগর পশ্চিম পাড়া একতা সংঘ। শুক্রবার (০৪ জুলাই) বাদ আসর একতা সংঘের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন আহম্মেদ এবং প্রচার সম্পাদক রবিন বেপারী।

উক্ত আয়োজনে ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন নাসির আহমেদ ও বাইজিদ হোসাইন। তাদের তত্ত্বাবধানে এবং অন্যান্য সদস্যদের সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “এই ধরনের টুর্নামেন্ট তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ায় এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”