নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:২২, ৩০ মার্চ ২০২৫

নারায়ণগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

নারায়ণগঞ্জে ঈদুল ফিতরের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। রোববার (৩০ মার্চ) নারায়ণগঞ্জের ঈদের জামাতের এ তথ্য জানান জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক জামাল হোসেন। 

তিনি জানান, প্রতিবছরের মতো এবারও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি হবে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। 

ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী এবং দ্বিতীয় জামাতের ইমামতি করবেন আমলাপাড়ার জামিয়া আশাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির। 
এ ছাড়াও জেলার প্রায় ২৫টি ঈদগাহ ময়দানে ও প্রায় চার হাজার মসজিদে প্রায় আট হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

সম্পর্কিত বিষয়: