নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১১ জুলাই ২০২৫

নাসিম ওসমানের জম্মবার্ষিকীতে আজ‌মেরী ওসমানের খাদ্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৪৫, ১ আগস্ট ২০২১

নাসিম ওসমানের জম্মবার্ষিকীতে আজ‌মেরী ওসমানের খাদ্য সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ-৫ আস‌নের চারবা‌রের নির্বা‌চিত সংসদ সদস‌্য বীর মু‌ক্তি‌যোদ্ধা প্রয়াত আলহাজ্ব না‌সিম ওসমান এর ৬৮তম জন্মবা‌র্ষিকী উপল‌ক্ষে ক‌রোনা কালীন লকডাউনের কারণে ক্ষ‌তিগ্রস্থ মানু‌ষের মা‌ঝে আজ‌মেরী ওসমানের পক্ষ থে‌কে ১০০ প‌রিবার‌কে খাদ‌্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে। 

 

শ‌নিবার (৩১ জুলাই) সন্ধায় বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব না‌সিম ওসমান স্মৃ‌তি সংসদ ও পু‌চি ফ‌্যা‌মি‌লি'র আ‌য়োজ‌নে নগরীর ক‌লেজ রো‌ডে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। 

 

খাদ‌্য সামগ্রী বিতরণকালে উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট‌্যাংক লড়ী ও কভার্ডভ‌্যান শ্রমিক ইউ‌নিয়‌নের সাধারন সম্পাদক বজলুর রহমান রিপন, সহ সাধারন সম্পাদক আনোয়ার হো‌সেন আনু, পু‌চি ফ‌্যা‌মি‌লির স্বত্বা‌ধিকারী পার্থ প্রতীম চৌধুরী ও তাপসী দাস, নারায়ণগঞ্জ জেলা ড্রাইভার্স ও‌য়েল‌ফেয়ার ফাউ‌ন্ডেশ‌নের সহ সাধারন সম্পাদক ইম‌তিয়াজ রহমান রা‌ফি। 

 

 নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট‌্যাংক লড়ী ও কভার্ডভ‌্যান শ্রমিক ইউ‌নিয়‌নের কার্যাল‌য়ে প্রয়াত না‌সিম ওসমা‌নের রু‌হের মাগ‌ফিরাত কামনা ক‌রে এবং তার সহধ‌র্মিনী পারভীন ওসমান, পুত্র আজ‌মেরী ওসমান সহ তা‌দের প‌রিবা‌রের সক‌লের সুস্বাস্থ কামনা ক‌রে দোয়া করা হয়।