নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

নগরীর খানপুরে দুই বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৪, ২৪ নভেম্বর ২০২১

নগরীর খানপুরে দুই বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে  দুটি বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নগরীর খানপুরে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। 

 

 এসময় অভিযানে জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে,  নারায়ণগঞ্জ সদর উপজেলার খাঁনপুর এলাকায় বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য পরির্দশন করা হয়। তৈরিকৃত খাদ্যপণ্যের প্যাকেটের উপরে উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তীণ তারিখ, উপাদান এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য স্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকার অপরাধে রূমা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ২০ হাজার টাকা এবং চিটাগাং বেকারীকে ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে । 

সম্পর্কিত বিষয়: