নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৪ সেপ্টেম্বর ২০২৩

আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:২৯, ৭ মার্চ ২০২৩

আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫  শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০২২ এ অংশগ্রহণকারী ২৬ জন ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ২৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত হয়।

 

বৃত্তিপ্রাপ্তরা হলেন- সুস্মিতা রায়, মাহজাবিন মজুমদার, উমামা ওসমান জারা,  সিদরাতুল মুমতাহিন কর্ণিয়া, সুরাইয়া তাসনিন মাইশা, সামিহা জান্নাতি, জেমিন তাহিরা উষা, সাইয়ারা জান্নাত,  নূর-ই-জান্নাত মাহা,  ইবদিতা হোসেন আলিশা, রামিশা তাবাসসুম ইলমা,  তাইজিন তাবাস্সুম, প্রকৃতি নাহা,  মৌনতা সাহা মেধা, রিয়া দে, ত্রয়া সাহা, সমৃদ্ধি হালদার,  ইফতেখার মাহমুদ, খন্দকার ইফতেসাম, রোমান আহম্মেদ আলিফ, জুনায়েতুল ইসলাম নিহাল, ফারদিন মুস্তাফিজ ফিয়ান, রাজদ্বীপ সাহা, উৎসব সাহা,  প্রভা চৌহান। 

 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান বিদ্যালয়ের সভাপতি জনাব আরিফ আলম দীপু ও প্রধান শিক্ষক হালিমা খাতুন।
 

সম্পর্কিত বিষয়: