নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনার জন্য ভোট দিলাম :  মেয়র আইভী

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৭, ৭ জানুয়ারি ২০২৪

শেখ হাসিনার জন্য ভোট দিলাম :  মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভোটটা দিলাম, এখানে নৌকা তো নেই, তবু শেখ হাসিনার কথায় ভোট দিতে এসেছি।  

তোমরা শেখ হাসিনার কথা চিন্তা করে ভোট দাও। যারা এখনো ভোট দাওনি দ্রুত ভোট দাও। যেহেতু আমাদের প্রার্থী নেই তাই মন খারাপের কিছু নেই।

রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে তার বাড়ির পাশে দেওভোগ শিশুবাগ স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বের হয় তিনি এসব কথা বলেন। 

 এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জ্বল প্রমুখ।