
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা। ১৯২টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। হাতি পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট,।
রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৫০ ভাগ ভোট কাস্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ১৭ হাজার ৫৭ ভোট।