নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩১ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২৪

সিদ্ধিরগঞ্জে নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা মামলায় আশরাফুল নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আশরাফুলের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হওয়ার তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ২৫ অক্টোবর নিজ বাসায় বালিশ চাপা দেওয়া অবস্থায় ভিকটিমের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্বজনরা। 

এ ঘটনার পর ভিকটিমের বড় বোনের জামাই মো. মশিউর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

সুরতহাল ও ডাক্তারি রিপোর্ট অনুসারে ভিকটিমকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই হত্যার ঘটনার মামলার এ রায় ঘোষণা করেন।