নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ জুলাই ২০২৫

সনমান্দী জনকল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৫:০৩, ১২ অক্টোবর ২০২১

সনমান্দী জনকল্যাণ সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জাগ্রত হোক মানবতার, জয় হোক তারুন্যের এ স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন করা হয়েছে। সোমবার সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ে ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

অনুষ্ঠানে অংশ নেন, সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক প্রথম আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি সাংবাদিক  মনিরুজ্জামান মনির, ফেনী সরকারী পরশুরাম কলেজের অধ্যাপক মাহফুজুল হায়দার সেলিম, সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, তুহিন মাহমুদ, জনকল্যান সংস্থার সদস্যরা প্রমূখ।

 

এসময় বক্তারা বলেন, জনকল্যান সংস্থার সদস্যরা পড়াশুনার পাশাপাশি দীর্ঘ দিন ধরে স্বেচ্ছাসেবী হিসেবে রক্তদান, বৃক্ষরোপন, দরিদ্রদের সহায়তা সহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। সংগঠনটির সদস্যদের মানুষের কল্যানে কাজ করে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

সম্পর্কিত বিষয়: