নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ অক্টোবর ২০২৪

আড়াইহাজারে বাবুসহ ৫৯৫ জনের বিরুদ্ধে মামলা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৭, ২৭ আগস্ট ২০২৪

আড়াইহাজারে বাবুসহ ৫৯৫ জনের বিরুদ্ধে মামলা 

আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান রনি ও তার মামার বাড়িঘর হামলা-ভাংচুর এবং লুটপাট ও নাশকতার ঘটনায় সাবেক সাংসদ নজরুল ইসলাম বাবুকে প্রধান আসামি করে ১৯৫ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এতে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। 

সোমবার (২৭ আগস্ট) দুপুরে নাজমুল হাসান রনি বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আহসান উল্লাহ সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামিরা হলেন- দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন, সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ অদুদ, লাক মিয়া চেয়ারম্যান, মোশারফ, আব্দুর কাদির, মোক্তার, কামরুল, শফিকুল ইসলাম, রফিক, জামান, কাইয়ুম মেম্বার, সুমন মিয়া, গেলমান, বিপ্লব, জুয়েল, তানভীর, বিজয়, জাকির হোসেন বাবলু, পনির হোসেন, মোকারম, নাজিম উদ্দিন, মানিক, ঝিকু, অপু, অভি, সোহান, ওসমান গনি, মনোয়ার হোসেন রনি, সোহেল মিয়া, আব্দুর রশিদ মিয়া, জামির হোসেন, নজরুল ইসলাম নাজু, সোহান মিয়া, আল আমিন, মিশু, জাকির হোসেন, গোলাম সারোয়ার, নাইম সায়েম, হুমায়ুন, সাব্বির, রকি, আবজাল, সোহান, জুবায়ের, আলমগীর, ফয়সাল, মো. হাসিব, বাপ্পি, মালেক, মাছুম মিয়া, মিয়া মো. সেলিম, মনির হোসেন, সুমন, সাদিকুর রহমান সাদি, বিপ্লব, ফজলু মেম্বার, জুবায়ের, সোলায়মান, সিয়াম, আলমগীর মেম্বার, আমিনুল, আইবুর রহমান, ইয়াছিন, খোকন মিয়া, মাসুদ মিয়া, রফিকুল, তুহিন, সুমন, রুহুল, তোফাজ্জল, সোলাইমান মেম্বার, দ্বীল বাছেদ, রাকিব, মামুন, শুভ, আরিফুল ইসলাম, আনাছ, কলিন, ছাব্বির, শরিফ, রুবেল, রাসেল, মহিউদ্দিন, রবিন, দেলোয়ার মেম্বার, রোমান , রাকিবুল, জয়নাল, সায়োর, করিম, কাজল মেম্বার, সাখাওয়াত, সিদ্দিক, মোকবুল, জনি আক্কাস আলী, সোলমান, ছাদেক, মিশুল, সোহেল, লুৎফুর, মাহফুজ, জয়, ওয়াজকরনি, ইকবাল, গোজার, কাজল, বাদল মিয়া, হুমায়ন, কাইয়ুম, হারুন, ফয়সাল, ওমর আলী মেম্বার, মাইনুল হাছান শান্ত, মনির, রোমান, ইসলাম উদ্দিন, বাতেন ,সেলিম, আনোয়ার হোসেন খাজা, আমান উল্লাহ, রহিজ উদ্দিন মেম্বার, জুলহাস কাসু, সোনা মিয়া, জয়নাল আবেদীন মুকুল, সোহরাব মেম্বার, ইসরাফিল, সমুন, হাসমত, ফায়েজ মোল্লা, বাকির মেম্বার, শরীফ ভূঁইয়া, শরীফ সরকার, জয়নাল, আবুল কাশেম, কালাম মিয়া, আছলাম পাঠান, জাহাঙ্গীর মেম্বার, আজিজ মোল্লা, হারুন অর রশিদ খান, সাত্তার মেম্বার, শান্ত, মোতালিব, অন্তর, জামির, জুলহাস, আজাহার, আনোয়ার আলী তালুকদার, জাহাঙ্গীর আলম, সাইদুল ইসলাম, জাহাঙ্গীর, মনির হোসেন কমিশনার, হাতেম আলী কমিশনার, শুভ কমিশনার, ওহিউদ্দিন কমিশনার, রাশেদ কমিশনার, জাকির কমিশনার, শাহাজান, মিছির আলী, আক্তার, সবুজ, রাকিব, জাকির হোসেন, আনোয়ার, লিয়াকত হোসেন, আক্তার, বুলবুল, কামাল, কামাল, জুয়েল মিয়া, ভিপি শরীফ, সাজ্জাদ হোসেন, রেজাউল করিম, নাদিম, মামুন, কাইয়ুম, কামরুল হাসান, মোজাম্মেল হক জুয়েল, তানভীর হাসান মেহেদী, দেলোয়ার হোসেন, ইসলাম, রবিন্দ্র চন্দ্র দাস, তাইজুল ইসলাম বেদম, জাকির হোসেন মোল্লা, মো. রবিন, হুমায়ূন কবির, মো. মোহসিন, জার্জিজ আল মামুন, সোহেল, ওমর ফারুক, সোহেল। 

মামলায় বাদী নাজমুল হাসান রনি উল্লেখ করেন, গত বছরের ৩১ অক্টোবর প্রতিহিংসা পরায়ন হয়ে সাবেক সাংসদ নজরুল ইসলাম বাবুর হুকুমে এজাহারনামীয় আসামি ও অজ্ঞাতনামা আসামিরা ককটেলসহ দেশীয় ও  বিদেশী আগ্নেয়াস্ত্র  নিয়ে সুসজ্জিত হয়ে গত ৩১ অক্টোবর দুপুর বারোটার দিকে আমার বাড়ি ও আমার মামা লুৎফুর রহমান আব্দু, মতিউর রহমান মতিন, মিজানুর রহমান ও অপর মামা মাসুমের বাড়িতে অর্তকিত ভাবে হামলা ও এলোপাথারী ভাবে গুলি ও ককটেল বিস্ফোরন ঘটাইয়া রীতিত পরিবেশ ও আতঙ্কে সৃষ্টি করে। 

বাড়ির লোকজন প্রাণের ভয়ে বাড়িতে পিছনে পালিয়ে যায়। বিল্ডিং ঘরে প্রবেশ করিয়া ঘরের ভিতরে থাকা দামী আসবাবপত্র এলাপাথালী ভাবে ভাংচুর করিয়া এবং ঘরের দরজা, জানালা, বেসিন, কমেন, টিভি, ফ্রিজ ভাংচুর করিয়া স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য এক কোটি ৮৩ লাখ টাকা।