নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ জুলাই ২০২৫

ফতুল্লায় গার্মেন্ট শ্রমিক মাসুমের ওপর হামলা করে টাকা ও মোবাইল ছিনতাই

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৩, ১৯ জুলাই ২০২৫

ফতুল্লায় গার্মেন্ট শ্রমিক মাসুমের ওপর হামলা করে টাকা ও মোবাইল ছিনতাই

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক মাসুম আলীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তার মাথা ফাটিয়ে মারাত্মক জখম করে এবং তার কাছ থেকে মাসিক বেতনের ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী মাসুম ফতুল্লা মডেল থানায়  মোট ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তারা হলেন - যুবলীগ নেতা তারেক হাসান শুভ, ছাত্রলীগ নেতা ইমরানসহ ১। মোঃ রুপম (৩৮), পিতা-সাহাবুদ্দিন, ২। মোঃ ইমরান (৩৭), পিতা-জাহাঙ্গীর, ৩। তারেক হাসান শুভ (৩৫), পিতা-হানিফ, ৪। মোঃ রাকিব (২৮), ৫। মোঃ সাকিব (২৭), ৬। মাহিম (২৫), সর্ব পিতা-অজ্ঞাত, সর্ব সাং-শাসনগাও, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৩ জুলাই সকাল ৯টার দিকে তিনি কর্মস্থলে যাওয়ার পথে বিসিক ২নং গেইট এলাকায় পৌঁছালে আসামিরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে।

এক পর্যায়ে তারা তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং পকেটে থাকা ১৫,০০০ টাকা ও রেডমি নোট ১৩ প্রো মডেলের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।

মাসুম জানান, তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে রুপম নামের একজন সন্ত্রাসী রাস্তার পাশের একটি ইট দিয়ে তার মাথায় আঘাত করে, এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। তারা হুমকি দেয়—বিষয়টি নিয়ে কেউ বাড়াবাড়ি বা আইনি সহায়তা নিলে তাকে হত্যা বা পঙ্গু করে দেবে।

পরে স্থানীয়দের সহায়তায় মাসুমকে গুরুতর অবস্থায় খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।