নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫

ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪৫, ১৪ মে ২০২২

ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন

ফতুল্লায় যৌতুকের দাবীতে গৃহবধুকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূর মা চম্পা বেগম বাদী হয়ে নির্যাতিত গৃহবধুর স্বামী ও ফতুল্লা থানার কাশিপুর হোসাইনি নগরের আনেয়ার হোসেন সাধুর পুত্র রাকিব হোসেন (৩০), একই এলাকার সুমনের স্ত্রী উর্মি (৩৪) ও ইস্তির স্ত্রী সুর্মি (২৪) কে আসামী করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন।


মামলায় উল্লেখ্ করা হয়েছে, ছয় বছর পূর্বে বাদীর মেয়ে রুবাইয়া ইসলামে (২৪) এর সাথে পারিবারিক ভাবে রাকিব হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের সময়  অভিযুক্তদের চাহিদানুযায়ী চার লাখ টাকা যৌতুক প্রদান করা হয়। 


তারপরও আরো চার লাখ টাকা যৌতুক প্রদানের জন্য চাপঁ প্রয়োগের পাশাপাশি বাদীর মেয়েকে শারিরিক ভাবে নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় বুধবার রাত এগারোটার দিকে রাকিব বাদীর মেয়েকে দাবীকৃত আরো চার লাখ টাকা যৌতুক নিয়ে আসার জন্য মারধর করে বাসা থেকে বের কেরে দেয়। 


বাদীর মেয়র স্বামী রাকিব একজন মাদকাসক্ত ও তাদের সংসার জীবনে একটি পুত্র সন্তান রয়েছে বলে উল্লেখ্য করা হয়।


মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর জানায়, মামলা হয়েছে। গুরত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেস্টা করছে পুলিশ।