নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৫ মে ২০২৪

ফতুল্লায় ২ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪২, ৩০ মে ২০২৩

ফতুল্লায় ২ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা 

নারায়নগঞ্জের ফতুল্লায় দুইটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয় ও র‌্যাব-১১। এসময় ২ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 


অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব-১১ র কোম্পানি কমান্ডার এম মাহমুদ হাসান, পিপিএম (বার) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো সেলিমুজ্জামান। 
 

এসময় উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নারায়ণগঞ্জ র প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল, জেলা মার্কেটিং কর্মকর্তার প্রতিনিধি মো সুমন, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি মো মাহবুব হোসেন।

 

মঙ্গলবার (৩০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার উত্তর নরসিংহপুর ও শহীদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

সেলিমুজ্জামান জানান, অবৈধ প্রক্রিয়ায় ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ফতুল্লার উত্তর নরসিংহপুর এলাকায় শাওন কনজুমার প্রোডাক্টসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ১ লাখ টাকা এবং ফতুল্লায় শহীদনগর এলাকায় দ্যা ডেইলি ফুড প্রোডাক্টসকে ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ পন্য ধ্বংস করা হয়।