নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ মে ২০২৪

সোনারগাঁয়ে শ্রী শ্রী মা মনসা পূজা উদযাপন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২০, ২৫ আগস্ট ২০২৩

সোনারগাঁয়ে শ্রী শ্রী মা মনসা পূজা উদযাপন

সোনারগাঁ উপজেলার পৌরসভার আমিনপুরে অবস্থিত দুইশতাধিক প্রাচীন ঐতিহাসিক, প্রসিদ্ধ মঠবাড়ি ও কুড়লী বাড়ির মন্দিরে হিন্দু শাস্ত্রের বিধান অনুযায়ী মা মনসা পূজা উদযাপন করা হয়েছে।

প্রতিদিন নৈমিত্তিক পূজা ও অর্জুনা, সেবা কার্য্যাদি সম্পন্ন হওয়ার পাশাপাশি প্রতি বৎসরের ন্যায় এবারও ইংরেজী ২০২৩ আগস্ট, বাংলা শ্রাবণ ১৪৩০ রোজ শুক্রবার যথাযথ মর্যাদায়  এলাকার সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে আমিনপুর কুড়লি বাড়িতে (প্রাচীনপুরি মনসাগাড়ী) শ্রী শ্রী মা মনসা দেবী ও লক্ষী ণারায়ন জিউ বিগ্রহ মন্দিরে বাৎসরিক পুজাটি উদযাপিত হয়।

উৎসবমূখর উক্ত পূজা অনুষ্ঠানটি সকলের সার্বিক সহযোগিতায় ও অংশগ্রহণে সাফলমণ্ডিত হওয়ায় মন্দিরের বর্তমান সেবায়েত বাবু শ্রী অসীম দাস গুপ্ত সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন ব্যক্ত করেন।