নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ মে ২০২৪

বন্দরে সড়ক দুর্ঘটনায় পথচারী বাচ্চু নিহতের ঘটনা মামলা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০৪, ৩০ ডিসেম্বর ২০২৩

বন্দরে সড়ক দুর্ঘটনায় পথচারী বাচ্চু নিহতের ঘটনা মামলা 

বন্দরে সড়ক দুর্ঘটনায় ব্চ্চু (৭০) নামে এক পথচারি নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় নিহত পথচারি ছেলে গোলাম মোস্তফা বিপ্লব বাদী হয়ে শনিবার (৩০ ডিসেম্বর) সকালে অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ২৯(১২)২৩।

নিহত পথচারি বাচ্চু মিয়া বন্দর উপজেলার চাপাতলী এলাকার মৃত সামছুদ্দিন মিয়ার ছেলে।  এর আগে গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগস্থ হামদার্দ ল্যাবরেটরীজের সামনে এ র্দূঘটনাটি ঘটে।

র্দূঘটনার পর থেকে ঘাতক বাস চালক পলাতক রয়েছে। র্দূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মদনপুর এলাকায় অভিযান চালিয়ে  ঢাকা মেট্রো ব ১১-৯০৩৩ নাম্বারে  ঘাতক আসমানী পরিবহন নামে একটি বাস আটক করে।

জানাগেছে, গত শুক্রবার সন্ধ্যায় বন্দর উপজেলার চাপাতলী এলাকার বৃদ্ধ বাচ্চু মিয়া (৭০) দেওয়ানবাগস্থ হামদার্দ ল্যাবরেটরীজের সামনে রাস্তা পরাপারের সময় উল্লেখিত নাম্বারে আসমানী পরিবহন নামে একটি বাস আচমকা চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে নিহতের স্বজনরা বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট প্রসাশনের নিকট লিখিত ভাবে আবেদন করলে মানবিক দিক বিবেচনায় করে হাইওয়ে থানা অফিসার ইনচার্জের অনুমতিক্রমে উপ- পরিদর্শক (নিঃ) আরিফ রেজা লাশ বিনা ময়না তদন্তের জন্য লাশ দাফনের অনুমতি প্রদান করেন।