নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ সেপ্টেম্বর ২০২৪

দেওভোগে লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:৫৭, ৮ জানুয়ারি ২০২৪

দেওভোগে লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ফতুল্লার দেওভোগে একটি নির্মানাধীন বহুতল ভবনের দশ তলায় নির্মানাধীন লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে খন্দকার জনি (৩৯) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে পশ্চিম দেওভোগ চাচার দোকান এলাকার খন্দকার টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহত খন্দকার জনি ওই টাওয়ারের নাসির খন্দকারের ছেলে। তিনি শহরের ৫ নং মাছ ঘাটের মাছ ব্যবসায়ী ছিলেন।

নিহতের বন্ধু রোমান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর তারা একসাথেই আড্ডা দিচ্ছিলেন। রাত ৮ টার পর সে তার বাড়ি ফিরে যায়। পরে রাতে নির্মানাধীন ভবনটির নির্মানাধীন লিফটের ১০ তলায় ফাঁকা দিয়ে পড়ে যায় সে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে শহরের ৩শ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরে তাকে  ঢাকা মেডিকেলে নেয়া হলে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। তবে কি কারণে বা কেন সে ১০ তলায় উঠেছিল তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, রাতে নিহতের পরিবারের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।