
আসন্ন বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম, এ রশীদ এর সমর্থনে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ মার্চ) বিকেল ৪টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ আওয়ামীলীগের কার্যলয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ বলেন, আমার নির্বাচনের বয়স ৯ দিন। আর তাদের নির্বাচনের বয়স ২ মাস ১০ দিন। আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি ২৫/২৬ বছর ধরে সভাপতি দায়িত্ব পালন করছি।
নেতৃত্ব দিতে গেলে অনেক রকম ভূলত্রুটি থাকতে পারে। আমার ধারায় কেউ কোন কষ্ট পেলে আমাকে আল্লাহ অস্তে ক্ষমা করে দিবেন। কোন ভুল ত্রুটি থাকলে নির্বাচনের পরও আমার বিচার করতে পারেবন। আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারলে বিজয় সুনিশ্চিত।
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেমের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাঈন উদ্দিন আহাম্মেদ, আব্দুল্লা বাবু, যুগ্ম সাধারন সম্পাদক সাহাদাত হোসেন, শ্রী ভোলানাথ দাস, উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সালিমা হোসেন শান্তা, ইয়া নূর মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহীন তাহেরী সিনহা প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী আনিছ, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশিক মাহামুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন মদিল,মাহাবুব চৌধুরী, তাজুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ নেত্রী সোনিয়া, ভাগ্নিা সোহেল।