নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

সোনারগাঁয়ে রেলওয়ের জমিতে জোরপূর্বক বালু ফেলে দখলের অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১৩, ৭ সেপ্টেম্বর ২০২৪

সোনারগাঁয়ে রেলওয়ের জমিতে জোরপূর্বক বালু ফেলে দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তালতলা বাজার এলাকায় রেলওয়ের সরকারী জায়গা জোরপূর্বক বালু ফেলে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু ও বিএনপি নেতা মজিবুরের বিরুদ্ধে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।  

শনিবার সরেজমিনে তালতলা বাজারে গিয়ে দেখা যায়, উপজেলার জামপুরে ভ্রামনবাঘা মৌজায় আরএস ৬৫১ নাম্বার দাগে ৪৩ শতাংশ জায়গা জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু সরকারীভাবে লীজ নিয়ে খাজনা পরিশোধ করে ভোগ দখলে রয়েছেন। ওই লীজকৃত জায়গায় জোরপূর্বক দখল করে ট্রাকের মাধ্যমে বালু ফেলে ভরাট করা হচ্ছে।

জমির লীজকৃত মালিক হামীম শিকদার শিপলু জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে একদল সন্ত্রাসী নিয়ে মজিবুর মিয়া সেই জমিতে জোরপূর্বক বালু ভরাট করে দখল করে। বিএনপির নেতা পরিচয় দিয়ে মজিবুর মিয়া এসব অপকর্ম করে যাচ্ছে। আমার লীজকৃত জমি রক্ষায় নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করেন তিনি।

অভিযুক্ত মজিবুর মিয়া সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার যোগাযোগ করা সম্ভব হয়নি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত বিষয়: