নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

লগি বৈঠা হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনাগাঁয়ে জামায়াতের সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৩, ১ নভেম্বর ২০২৪

লগি বৈঠা হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনাগাঁয়ে জামায়াতের সমাবেশ

লগি বৈঠা হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনাগাঁয়ে জামায়াতে ইসলামীর সমাবেশ কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অধ্যক্ষ ডা. মো. ইকবাল হোসাইন ভুঁইয়া প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে জামায়াত শিবিরের ১৪ জন ঢাকায় এবং সারাদেশে পঞ্চাশের অধিক নেতা কর্মিকে হত্যা করেছে আপনার সন্ত্রাসী বাহিনী। 

২০২৪ জুলাই আগষ্টে ১৪৮৭ জনের উপরে ছাত্র-জনতাকে হত্যা করেছে আপনার পেটোয়া বাহিনী। আপনি রক্তাক্ত হাত নিয়ে ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। আল্লাহ আপনার এ হত্যাকান্ডে অতিষ্ট হয়ে অপমান করে দেশ থেকে বিদায় করছেন। আপনার এ হত্যাকান্ডের বিচার হবে বাংলার জমিনে। 

জামায়াতে ইসলামী সোনারগাঁ থানা দক্ষিন পৌরসভা কর্তৃক আয়োজিত পৌর ভবন মাঠে শুক্রবার বিকালে এ মাবেশে অনুষ্ঠিত হয়।

 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সোনারগাঁ থানার সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ জেলা সহকারি সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ মুন্না, অর্থ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা ডা: খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সোনারগাঁ থানার দক্ষিনের সভাপতি মো: মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁ উপজেলা দক্ষিন জামায়াতের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম ।

আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মাওলানা মোঃ আব্দুল হাই, সোনারগাঁ জামায়াতে ইসলামী উত্তরের সভাপতি মোঃ ইসহাক মিয়া, মোঃ কামরুজ্জামান, মোঃ নাসির, হাকিম হারুনুর রশীদ, মোখলেছুর রহমান পারভেজ, ওমর ফারুক, মোঃ রনি প্রমুখ।