
ঢাকায় বিএনপির ঘোষিত 'তারুণ্যের সমাবেশ' সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রস্তুতি সভা করেছে স্বেচ্ছাসেবক দল।
সোমবার (২৬ মে) বিকেলে শহরের জামতলার একটি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, “জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছে, সেটি জনগণের আশা-আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। সেই আন্দোলনের নেতৃত্বই আগামী নির্বাচনে জনগণের পছন্দ নির্ধারণ করবে। অথচ বর্তমান সরকার সেই আলোচনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত।”
তারা আরও বলেন, “সরকার নির্বাচনের ভয়েই ‘সংস্কার’-এর নামে কু-সংস্কার শুরু করেছে এবং নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে।”
বক্তারা বলেন, “যেভাবে রমজানে ইবাদত করা হয়, রাষ্ট্র পরিচালনার জন্য গণআন্দোলন করাও একটি ইবাদত। সেই ইবাদতে আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অংশ নেব ইনশাআল্লাহ।”
সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহ্বায়ক অ্যাডভোকেট আবু রায়হান, ফতুল্লা থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জামিল হোসেন খান স্বাধীন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, ফতুল্লা থানা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাবেক ছাত্রদল নেতা সীমান্ত প্রধান, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম নান্নু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য হযরত আলী, মকবুল হোসেন বাবু, মুক্তার হোসেন, বাচ্চু, সাদ্দাম হোসেন, রুহুল আমিন ও আকাশ প্রমুখ।