নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ অক্টোবর ২০২৫

ফতুল্লায় লিংক রোডে গাড়ি চাপায় স্কুল ছাত্র নিহত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৮, ২৫ জুন ২০২৫

ফতুল্লায় লিংক রোডে গাড়ি চাপায় স্কুল ছাত্র নিহত

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অজ্ঞাত গাড়ির চাপায় প্রান হারিয়েছে নবম শ্রেনীর ছাত্র ইমাম হোসেন আদর (১৫)। বুধবার দুপুর ২টায় ফতুল্লার ভুইগড় এসবি গার্মেন্টসের সামনে লিংক রোডে এঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন আদর ফতুল্লার ভুইগড় পুরান বাজার এলাকার আমির হোসেন খন্দকার ও শিলা আক্তারের ছেলে। 
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ইমাম হোসেন আদর ভুইগড় হাজী পান্দে আলী স্কুলের নবম শ্রেনীর ছাত্র। স্কুল ছুটির পর লিংক রোডের পাশ দিয়ে বাসায় ফেরার পথে বেপরোয়া অজ্ঞাত গাড়ি আদরকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

এসময় আশপাশের লোকজন আদরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সন্তানকে হারিয়ে তার বাবা মা বাগরুদ্ধ হয়ে পড়েছেন। ঘাতক গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।